Train এর ধাক্কায় মৃত্যু এক যুবকের নক্সালবাড়ী বেঙ্গাইজত এলাকায়।

Train এর ধাক্কায় মৃত্যু এক যুবকের নক্সালবাড়ী বেঙ্গাইজত এলাকায়।

Train এর ধাক্কায় মৃত্যু এক যুবকের নক্সালবাড়ী বেঙ্গাইজত এলাকায়। জানা যায় মঙ্গলবার রাতে কাঞ্চনকন্যা train এর ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। রেললাইনের পাশে একটি স্কুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। অপরদিকে খবর পেয়ে নক্সালবাড়ী থানার পুলিশ ও শিলিগুড়ি রেল পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় মৃত দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। মৃত ব্যাক্তির নাম বিশ্বনাথ রায় বয়স ৩০,নক্সালবাড়ী ধকনাজোতের বাসিন্দা বলে জানা গেছে।গোটা ঘটনার জেরে পরিবারে শোকের ছায়া পড়েছে।

news portal development company in india
marketmystique