লটারি কেটে কোটি পতি হলো এক দিন মজুর।

লটারি কেটে কোটি পতি হলো এক দিন মজুর।কথায় আছে না ভাগ্য সাথে থাকলে মাটিতেও সোনা ফলে।এমনি এক ঘটনা ঘটলো খড়িবাড়ী ব্লকের কালীবাড়ি এলাকার এক দিনমজুরের সাথে।জানা গেছে বাতাসী কালীবাড়ি এলাকার লক্ষী রায় ।মঙ্গলবার সকালে মেয়েকে স্কুলে দেওয়ার আগে ৬০ টাকা দিয়ে লটারি কাটেন। পড়ে বাড়ি চলেযান ।পড়ে হটাৎ এজেন্ট বারিতে ছুটে এসে বলে এক কোটি টাকার লটারি লেগেছে।মহিলা শুনে চমকে উঠেন ।পরে লটারির টিকিট নিয়ে গিয়ে খড়িবাড়ি থানায় জমা করে ওই মহিলা।এদিন কোটি টাকা লটারি পেয়ে খুব খুশি মহিলা ও তার পরিবার।

news portal development company in india
marketmystique