অবৈধ ভাবে বালি বোঝাই বিহারের ট্রাক্টর সহ আটক এক ।

অবৈধ ভাবে বালি বোঝাই বিহারের ট্রাক্টর সহ আটক এক ।পাঠানো হলো আদালতে। খড়িবাড়ির চক্করমারীর এনএইচ 327 জাতীয় সড়ক এলাকায় ঘটনা।খড়িবাড়ি পুলিশের অভিযানে বালি বোঝাই বিহারের ট্রাক্টর সহ আটক এক যুবক। ধৃত যুবকের নাম রঞ্জন শা (৩২) বিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃস্পতিবার সকাল ৬ টা নাগাত খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তের চক্কর মারি এলাকায় শিলিগুড়ি দিক থেকে আসা একটি বিহারের বালি বোঝাই ট্রাক্টর আটক করলে বালির বৈধ নথি পত্র দেখাতে না পাড়ায় ট্রাক্টরটি কে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে পুলিশ।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।

news portal development company in india
marketmystique