জমি মামলায় গ্রেফতার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা।

জমি মামলায় গ্রেফতার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা। নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার আসরফ আনসারী। ধৃত নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। গত ১২ই জুলাই নকশালবাড়ির সেবদেল্লা মৌজায় সরকারি জমি সংক্রান্ত বিষয়ে নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। এই ঘটনায় তদন্তে নেমে প্রথমে ১৯ জুলাই ২জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসরফ আনসারী জানান, আমাকে গ্রেফতার করা হয়েছে। আমি নাকি জমির দালাল এবং মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেছি বলেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও ভূমি রাজস্ব আধিকারিক অসুবিধায় পড়ে আমাকে গ্রেফতার। আমাকে ফাঁসানো হয়েছে বলে দাবি ধৃতের।

news portal development company in india
marketmystique