নকশালবাড়ি সেবদুল্লা মৌজায় জাল নথিপত্র বানিয়ে সরকারি জমি বিক্রি ও হালবদল করার অভিযোগ দায়ের হতেই ২ জমি মাফিয়াদের গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ। গত কয়েকদিন আগে জাল নথিপত্র বানিয়ে সরকারি জমি বিক্রির অভিযোগে দায়ের করে নকশালবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। এই ঘটনায় ১০জনের নামে লিখিত অভিযোগ দায়ের করার পর তদন্তে নেমে ২ জমি মাফিয়াকে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ। বাগডোগরার কেস্টপুর থেকে ধৃতদের গ্রেফতার করা হয়। ধৃত সুব্রত সরকার ও অনিতা রানী ছেত্রী। ধৃতরা বাগডোগরার কেস্টপুরের বাসিন্দা। এই ঘটনায় ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

news portal development company in india
marketmystique