মূল্য বৃদ্ধির বাজারে দেখা গেলো খড়িবাড়িতে আরেক চিত্ররো।যেখানে সবজির বাজারে সবজির দাম আগুন, সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে মধ্যবৃত্ত সবারি পকেটে টান।এই অবস্থায় খড়িবাড়ী মাতৃ ভূমি এফপিসি সংস্থা এডিও অফিসের মারফত সরকারি মূল্যে খড়িবাড়িতে আলু ও পিয়াস বিক্রি করছে।শুক্রবার  খড়িবাড়ী কদমতলা মোর সংলগ্ন এলাকায় একটি ন্যায্য মূল্যের আলু পিঁয়াজের দোকান খোলা হয়েছিল আলু 28টাকা ও পিয়াজ মূল্য 38টাকা।সংঘঠনের রাহুল মন্ডল জানান বর্তমান বাজারে আলু ও পিঁয়াজের মূল্য অত্যধিক হয়ে যাচ্ছে তাই  মাতৃ ভূমি এফপিসি এডিও অফিসের সহযোগিতায় সরকারি মূল্যে আলু ও পিঁয়াজ বিক্রি করছে, তিনি আরো বলেন যতদিন পযন্ত বাজারে আলু পিঁয়াজের মূল্য সাভাবিক না হচ্ছে ততদিন এই দোকান চলবে

news portal development company in india
marketmystique