খড়িবাড়ির রামধন জোতে এস‌এসবির ৪১নং ব্যাটেলিয়নের জওয়ানদের তৎপরতায় গত কোটি টাকার ব্রাউন সুগার পাচার করতে গিয়ে গ্রেফতার হয় এক মাদক ব্যবসায়ী! ঘটনায় ১কেজি ৭৩০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে এস‌এসবি। ঘটনায় ধৃত মুর্শিদাবাদের বাসিন্দা রহমত শেখকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দিলে ধৃতকে রিমান্ডে নিয়ে গৌতম বর্মনের খোঁজ পায় পুলিশ। গতকাল রাতে খড়িবাড়ির পানিট্যাঙ্কি থেকে গৌতমকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।


১কেজি ৭৩০ গ্রাম ব্রাউন সুগার ঘটনায় আরেকজন গ্রেফতার !

news portal development company in india
marketmystique