নকশাল বাড়ির আম তলা এলাকায় ২ টি বাইকের মুখো মুখী সাংঘর্ষে আহত ৩ জন
জানা গেছে এদিন সকালে নকশাল বাড়ির বেঙ্গাই জোটের আমতলা এলাকায় ২ টি গাড়ির মুখো মুখী সাংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন শ্রাবন শর্মা ১৮, আরিয়ান ভট্ট রাই ১৭, ২ জন কোয়াটার এর শিমুল তলার বাসিন্দা। রঞ্জিত মণ্ডল ৩৩ মেরী ভিউ এর বাসিন্দা। আহত দের কে উদ্ধার করে প্রথমে নকশাল বাড়ি গ্রামীন হাসপাতাল ও পরবর্তী তে উত্তর বঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।