রাজ্য সড়কে আচমকাই ফাটল, আতঙ্কে স্থানীয়রা! খড়িবাড়ির পিডাব্লুডি মোড় সংলগ্ন কেশবডোবা এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্যকর। জানা গিয়েছে, ৫দিন আগে পিএইচই দপ্তর থেকে পিডাব্লুডি মোড় – ঘোষপুকুর রাজ্য সড়কে নিচ দিয়ে কেশবডোবায় জলের পাইপ সংযোগ করা হয় । ভারি বৃষ্টিপাতের জেরে মাটি ধুয়ে যাওয়ায় আজ সকালে রাজ্য সড়কে ফাটল দেখা যায়। স্থানীয়দের অভিযোগ ভারী যানবাহন চলাচল জেরেই রাস্তায় অবস্থা বেহাল হয়েছে। রোগীদের হাসপাতালে নিয়ে যেতে খুবই সমস্যা হয় বলে জানান তারা। অন্যদিকে পিএইচই ও পিডাব্লুডি দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত সড়কটি মেরামত করবেন বলে জানান খড়িবাড়ি

news portal development company in india
marketmystique