ছাগল শুয়োর নিয়ে যাচ্ছে চিতা বাগ কোনদিন আমদেরও না নিয়ে যায়

ছাগল শুয়োর নিয়ে যাচ্ছে চিতা বাগ কোনদিন আমদেরও না নিয়ে যায় আত্মনাদ বাগান এলাকার মেয়ের।চিতা বাঘের আতঙ্কে রাতের ঘুম কেড়ে নিয়েছে চাবাগান এলাকাবাসীদের। আতঙ্ক জানো নিত্য সঙ্গী হয়ে পড়েছে এই এলাকার মানুষ জোনদের ,দিন রাত আতঙ্কে কাটছে এখানকার মানুষজনদের। কারণ দিন নেই রাত নেই দেখা মিলছে চিতাবাঘ কারো বাড়ি থেকে ছাগল নিয়ে যাচ্ছে তো কারো বাড়ি থেকে মুরগি এই গত সোমবার এক চা শ্রমিকের বাড়ি থেকে শুয়োর তুলে নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।ঘটনাটি খড়িবাড়ি ব্লকের থানঝোরা চা বাগানের ৭,৮,১৩ নং সেকশনের ।এখনকার চা শ্রমিক থেকে স্থানীয় বাসিন্দারা সবাই আতঙ্কে রয়েছে চিতা বাগের ,ঠিক মত স্কুলেও পাঠাতে পারছেন না বাচ্চাদের এই বাগের ভয়ে সব সময় ভয় লেগেই রয়েছে মনে হয় যে এই বের হয়ে আসলো বাগ আতঙ্কে রয়েছে গোটা এলাকা চত্বর।এর আগেও বাগের ভয় ছিল এই এলাকায় বন্দপ্তরের পক্ষ থেকে খাঁচা ও পাতা হয়েছিলো কিন্তু তার পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ শ্রমিকদের।থানঝড়া হাসপাতাল লাইনের সীতা ওরাও জানান বাড়ী থেকে বের হওয়াই যাচ্ছে না বাগানের দিকে যাওয়া যাচ্ছে না সব সময় বাগানের আসে পাশে বাগ রয়েছে ভয় করে আতঙ্কে রয়েছি তারা তারি বাগ ধরে নিয়ে যাওয়া হোক।এদিকে সাহানি ওরাও বলে অনেকগুলি বাগ রয়েছে বাগানে ছাগল ,শুয়োর নিয়ে যাচ্ছে কোনদিন আমাদের না নিয়ে যায় । মা রা চা বাগানে পাতা তুলতে যায় ভয়ে থাকি কখন যেন না আক্রমণ করে ফেলে বাগ

news portal development company in india
marketmystique