আইসক্রিম ভর্তি লরি দূর্ঘটনার কবলে

দূর্ঘটনার কবলে পড়ল আইসক্রিম ভর্তি লরি। খড়িবাড়ির কোয়ার্টার মোড়ে আচমকাই এক একটি পিয়াচবোঝাই ট্রাক ব্রেক কষতেই আইসক্রিম ভর্তি লরি  নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজবোঝাই ট্রাককে ধাক্কা দিয়ে দূর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় আইসক্রিম ভর্তি লরি ক্ষতিগ্রস্ত হয়। লক্ষৌ থেকে শিলিগুড়ি আসার সময় খড়িবাড়ির এশিয়ান হাইওয়ে ২ জাতীয় সড়কের কোয়াটার মোড়ে এই দূর্ঘটনা ঘটে। তবে ঘটনার পর পেঁয়াজ বোঝাই ট্রাকটি পালিয়ে যায়। ঘটনায় কেউ আহত হয়নি বলে চালক জানান।

news portal development company in india
marketmystique