ভোটের দিনে পথদুর্ঘটনা খড়িবাড়ীতে

ভোটের দিনে বাজারে জন্য বেরিয়ে পথদুর্ঘটনায় আহত হলো ১ ব্যক্তি, খড়িবাড়ি ডোহাগুড়ি ঘটনার ব্যাপক উওজেনা এলাকায়।
জানা গিয়েছে, এদিন বিকেলে খড়িবাড়ির ডোহাগুড়ি থেকে বিয়ের কেনাকাটা করতে বাইকে করে বাড়ির সদস্যদের সঙ্গে যাচ্ছিল মহন্ত রাম সিংহ । খড়িবাড়ি – ঘোষপুকুর গামী রাজ্য সড়কে উঠতেই পিডাব্লুডি মোড়ের দিক থেকে আসা চারচাক্কা গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে। ঘটনায় গুরত্বরভাবে আহত হন তিনি । পরে স্থানীয়রা উদ্ধার করে খড়িবাড়ি গ্ৰামীন হাসাপাতালত নিয়ে যায় । অন্যদিকে জনবহুল এলাকা হত্তয়ায় উওজেনা ছাড়াই । পরে ঘটনাস্থল পৌঁছায় খড়িবাড়ির থানার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

news portal development company in india
marketmystique