খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সাফল্য

আমরা বলে থাকি শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ।দেশের উন্নয়নের দিকে নজর রেখে মানব পুঁজি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি একসঙ্গে হাতের মুঠোয় থাকে ।আর এই চিন্তা ভাবনাকে পাথেয় কড়ে সকল শিক্ষাবিদরা এগিয়ে চলেছে নিজ পথে।আবারও দেখেগেলো সেই চিত্র।গত ২২সে মার্চ টুয়েলভ ক্যারিয়ার এন্ড কম্পিউটার এক্সপোর্ট ২০২৪ অনুষ্ঠিত হয়ে গেল ।অনুষ্ঠানে শিলিগুড়ি it ট্রেডার্স দ্বারা পরিচালিত এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দ্বারা আয়োজিত মডেল কম্পিটিশন অনুষ্ঠিত হয় আর সেখানে প্রায় ৯৬ টি মডেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ।এবং খড়িবাড়ি উচ্চতর বিদ্যালয় থেকে তারা দ্বিতীয় স্থান অধিকার করেন।তাদের মধ্যে যারা দ্বিতীয় স্থান অধিকার করেছেন তাদের নাম তৃষা সরকার এবং প্রীতম মাহানতো,তাদের বিশ্ববস্তু হলো খুদিমুনি গাছের তেলের ব্যাবহার ,এবং সেই তেলটি ব্যাবহার করা হয়েছে কানের বেশকিছু সমস্যা নিয়ে এই প্রদর্শনী।

news portal development company in india
marketmystique