পুলিশের তৎপরতায় ব্রাউন সুগার সহ গ্ৰেপ্তার ২

পুলিশের তৎপরতায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন দিলশারাম থেকে ব্রাউন সুগার সহ গ্ৰেপ্তার ২ যুবক । ধৃতদের নাম সুজিত বর্মন  ও জয় মহন্ত ধৃত দু জনেই গৌড় সিং জোত এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিলসারাম জোতে সন্দেহভাজন ২ যুবকে আটক করে খড়িবাড়ি পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। আটক যুবকদের তল্লাশি চালিয়ে যুবকেদের কাছ থেকে উদ্ধার হয় ৩০২ গ্ৰাম ব্রাউন সুগার। পরে ধৃতদের গ্ৰেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতরা গৌড় সিং জোত থেকে দিলশারাম জোতে মাদক বিক্রির উদ্দেশ্যে ছিল । ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

news portal development company in india
marketmystique