ফের ১৩০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ২ যুবক।

ফের ১৩০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ২ যুবক।পাঠানো হলো আদালতে।ধৃতদের নাম মানিক বিশ্ব কর্মকার(২৭) প্রদীপ মণ্ডল(২১) বাটাসির খয়েরমনি জোত এলাকার বাসিন্দা।জানা গিয়েছে,সোমবার রাতে পানি ট্যাঙ্কির বট তলা এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি বাইকে তল্লাশি করলে দুই যুবকে আটক করলে তাদের কাছ থেকে ১৩০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

news portal development company in india
marketmystique