দোকানের ক্যাসবাক্স থেকে টাকা লুট করে চম্পট চোর।

দোকানের ক্যাসবাক্স থেকে টাকা লুট করে চম্পট চোর।বুধবার রোজকার মত দোকানে ব্যবসা করছিলেন খড়িবাড়ীর বাজারের কাপড় বিক্রেতা কৈলাস বাবু ,পাশা পাসি দুটো দোকান রয়েছে তার ।তখন ঘড়ির কাটায় বাজে প্রায় সন্ধ্যা ৬.৩০মিনিট, শীত বস্ত্র কিনতে আসে এক গ্রাহক তাকে বস্তু দেখাতে বেস্ত কৈলাস বাবু ।পড়ে ক্যাসবাক্স খুললে দেখে সমস্ত টাকা উধাও। ততক্ষণে ক্যাসবাক্স থেকে আনুমানিক ৩০হাজার টাকা নিয়ে পালিয়েছে চোর। ঘটনাটি খড়িবাড়ী বাজারের একটি কাপড়ের দোকানের।খবর চাওর হতেই স্থানীয় ব্যবসায়ীরা ভিড় জমায়।খবর পেয়ে খড়িবাড়ী থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় তদন্ত শুরু এবং চারিদিকে বিভিন্ন সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে।চারিদিকে চুরির ঘটনা ও এই ঘটনার আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা  স্থানীয় ব্যবসায়ীরা বাজারে পুলিশ প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি সিসিটিভির ব্যবস্থার কথা জানিয়েছে

news portal development company in india
marketmystique