মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাড়িতে আগুন লাগিয়ে পলাতক স্বামী

শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের ঝমকলাল জোত গ্রামে গভীর রাতে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। স্বামী নুর ইসলাম মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে তর্কের জেরে বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুর ইসলাম রাতে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছিল। পরে দুজনের মধ্যে তর্ক বাধে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে, নুর ইসলাম রাগে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। স্ত্রী ও ছেলে কোনও রকমে নিজেদের বাঁচিয়ে পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নেয়।
ঘটনার খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মাটিগাড়া থেকে একটি দমকল ইঞ্জিন এসেও আগুন নির্বাপণে সাহায্য করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নুর ইসলামকে গ্রেপ্তার করার জন্য তল্লাশি চলছে। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও হতাহত হয়নি

news portal development company in india
marketmystique