ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জলপাইমোড় ট্রাফিক পুলিশের

শিলিগুড়ি,ফুটপাত জবরদখল করে রমরমিয়ে চলছে ব্যবসা, কোথাও আবার ফুটপাত পরিণত হয়েছে গাড়ি ও টোটো পার্কিং এর জায়গায়। ফলে নিত্যদিন পথচলতি সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে শনিবার বিশেষ উদ্যোগ নেয় জলপাই মোড় ট্রাফিক পুলিশ।এদিন বর্ধমান রোড ও এসএফ রোড সংলগ্ন এলাকায় চালানো হয় বিশেষ অভিযান। ফুটপাত থেকে সরানো হয় অবৈধভাবে বসানো দোকানপাট ও হোর্ডিং। এছাড়াও বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু গাড়ি যেগুলি দীর্ঘক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে ছিল এবং পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করছিল।

news portal development company in india
marketmystique