মহিলাকে মারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পানিট্যাংকিতে

মহিলাকে মারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।সোমবার পানিট্যাংকিতে বিক্ষোভ মিছিল বের করে অধিবাসী বিকাশ পরিষদ।পানিট্যাঙ্কির কাস্টম অফিস থেকে একটি মিছিল বের করে ট্রাফিক মোড় থেকে আবার কাস্টম অফিসে এসে শেষ হয়।জানা গিয়েছে, গত ২৫সে মার্চ তিন যুবক ও এক মহিলা ঘরে গিয়ে এক মহিলার উপর হামলা করে। গত ২৬ তারিখে তপন মণ্ডল, আশাপূর্ণা মণ্ডল,নিকুঞ্জ মণ্ডল, বিমলি মণ্ডল তাদের চার জনের নামে খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।তারা চার জনেরই অন্ধারু জোত এলাকার বাসিন্দা।অতি লম্বে তাদের কে যদি গ্রেপ্তার করতে না পরে তাহলে তরাই ডুয়ার্স মিলে বৃহত্তর আন্দোলনে নামবে এবং দরকার পরলে তারা থানা ঘেরাও করবে বলে জানান অখিল ভারতীয় আদিবাসী সমাজের সভাপতি রাধা মুন্ডা।
news portal development company in india
marketmystique