খড়িবাড়ীতে শুরু হল তিন দিনের জয় জোহার মেলা

খড়িবাড়ীতে শুরু হল তিন দিনের জয় জোহার মেলা ।সাড়া রাজ্যর মত খড়িবাড়ী ব্লকের বুরাগঞ্জ পঞ্চায়েতের ফুলবাড়ী টি স্টেট সংলগ্ন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পালিত হচ্ছে জয় জোহার মেলা। মেলায় আদিবাসী সমাজের কৃষ্টি সংস্কৃতির চর্চা , সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান এবং উপভোক্তাদের হাতে সুবিধা তুলে দেওয়া , আদিবাসী লোকো সংস্কৃতির প্রতিযোগিতা অনুষ্ঠান প্রভৃতি আয়োজন করা হয়েছে।রবিবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জয় জোহার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাপতি রেমা রেশমি এক্কা ।তিনি বলেন আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে নিজদের ভাষায় কথা বলতে লজ্জা পাচ্ছে এখনকার ছেলে মেয়েরা ,আমাদের ভাসার  অস্তিত্ব বজায় রয়েছে বলে আমরা রয়েছি ,আমাদের ভাষা হারিয়ে গেলে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে। তিনি সবার কাছে আহ্বান জানান ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য শিক্ষাই উন্নতির হাতিয়ার।অনুষ্ঠানে যোগ দিতে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ কেশরী মোহন সিংহ,খড়িবাড়ী সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ্তি সাউ,খড়িবাড়ী পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রয় সিংহ সহ বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট অতিথি বর্গ

news portal development company in india
marketmystique