Humanism Welfare Association এর পক্ষ থেকে নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৬তম জন্মজয়ন্তী উৎযাপন

নেতাজির ১২৬তম জন্মজয়েন্তি পালন humanism এর ।মঙ্গলবার humanism Welfare Association এর পক্ষ থেকে খড়িবাড়ীর বিবেকানন্দ শিশু স্কুলের মাঠে নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৬তম জন্মজয়ন্তী পালন করা হয় ।এই দিন জন্ম জয়ন্তী উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয় বিবেকানন্দ শিশু স্কুল থেকে খড়িবাড়ী বাজার হয়ে পুনরায় শোভাযাত্রাটি বিবেকানন্দ শিশু স্কুলে এসে শেষ হয়। শোভাযাত্রায় পা মেলান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ কেশরী মোহন সিংহ, খড়িবাড়ী পানিসালী গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল চন্দ্র সিংহ, উপ – প্রধান লাকি তিরকি, হুমানিসম গ্রুপের সদস্যা মনিকা রায় সিংহ, সুজিত বর্মণ, পার্থ চক্রবর্তী সহ বিশিষ্ট অতিথি বর্গ ও অন্যান্যরা। পাসাপাসি জাতীয় পতাকা উত্তোলন উত্তোলন নেতাজি সুভাষ চন্দ্র বোসের চরণে পুষ্প অর্গ অর্পণ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করেন তারা। সংঘটনের সুজিত বর্মণ জানান দির্গ প্রতীক্ষার পর সরকারি ভাবে স্বীকৃতি পেয়েছে আজ তাদের এনজিও ।

news portal development company in india
marketmystique