
ফের একবার ৩১ টি মহিষ সহ গ্রেপ্তার দুই পাচারকারী।ধৃত দের নাম জব্বর বয়স (৪৫) ভাবনা বাবু বয়স (৫২) ,দুজনই উত্তর প্রদেশের বাসিন্দা । জানা গেছে প্রতিদিন মত নাগাচেকিনে বাংলা বিহার সীমান্তের চক্কর মারি এলাকা থেকে একটি ট্রাক কে থামিয়ে তল্লাশি করলে ৩১ টি মহিষ উদ্ধার করা হয়।তবে মহিসের কোন নথি পত্র দেখাতে না পারলে মহিষ গুলোকে খুয়ারে দেওয়া হয়।ধৃত দের আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।ধৃত দের রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্ত করবে খড়িবাড়ি থানার পুলিশ।