শিলিগুড়ি মহকুমা অন্তর্গত খড়িবাড়ী ব্লকের বাতাসী বলাইঝরা তে মকর
সংক্রান্তি উপলক্ষে বড় মা কালীর বিশেষ পূজার আয়োজন করা হয়, তার পাশপাশি লোকাল কমিটির পক্ষ থেকে দু তিন দিন ব্যাপী একটি মেলারো আয়োজন করা হয় । ইতি মধ্যে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও রঙ্গের কাজ কাজ সমাপ্ত হয়েছে ।দস্যকদের অবগতির জন্য জানিয়ে রাখি এখানে প্রত্যেক বছর নতুন করে বড় মার বিগ্রহ তৈরি করা হয়। স্থানীয় অশ্বিনী কুমার দে 1975 সালে বড় কালী মন্দিরটি বাতাসীতে প্রতিষ্ঠা করেন।বড় মার প্রতিষ্ঠার সময় বিগ্রহটি প্রায় ৩৫ হাত উচ্চতার তৈরি হয়েছিলো।কিন্তু পরবর্তী সময়ে কয়েক বছর পর বিগ্রহের উচ্চতা কমে আসছে। বর্তমানে বিগ্রহের উচ্চতা 22 হাত এমন টাই জানা গিয়েছে কমিটির কাছে।এই মন্দিরটি স্থানীয় মানুষদের বিশ্বাসের ও ভক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয় সেই সময়। ৪৯ বছর ধরে
মকর সংক্রান্তির রাত্রি ১২টার সময় পুজো হয়ে আসছে বড় মার। এবার ১৫ জানুয়ারি তে পুজো হচ্ছে অর্থাৎ সোমবার আজ।
পাশ্ববর্তী দেশ নেপাল, ও রাজ্য বিহার এবং
বাংলার বিভিন্ন প্রান্তের বিপুল সংখ্যক ভক্তজন পুজো ও নিজের মনস্কামনা নিয়ে এখানে প্রার্থনা করতে আসেন।
ভক্তরা বিশ্বাস করেন মন থেকে চাওয়া তাদের মনোবাসনা, মা কালী অবশ্যই তাদের মনোকামনা পূরণ করেন। প্রত্যেকবাড়ি উপচেপড়া ভিড় থাকে পুজো ও মেলা চলাকালীন।ভিড় নিয়ন্ত্রণ ও কোনো রকম অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্য থাকে বিশাল পুলিশ বাহিনী মোতেয়ান তার পাশাপাশি ট্রাফিক পুলিশ দ্বারা খুবি সুন্দর ভাবে গাড়ি চলাচল ও ভক্তরা দের যাতে মেলায় প্রবেশ করতে কোনরকম অসুবিধা না হয় সেই দিক টাও দেখা হয়।
Recent Posts
মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া, বাড়িতে আগুন লাগিয়ে পলাতক স্বামী
January 4, 2025
No Comments
নকশালবাড়িতে পিকআপে করে চীনা রসুন হানা এসএসবি ৪১নং ব্যাটেলিয়ন!
January 4, 2025
No Comments
ভারত- বাংলাদেশ সীমান্তে নেপালি যুবক গ্রেপ্তার।
January 3, 2025
No Comments
দোকানের ক্যাসবাক্স থেকে টাকা লুট করে চম্পট চোর।
January 3, 2025
No Comments
ভারত নেপাল সীমান্তে মাঝপথে বয়ে চলা মেচী নদী এখন মাফিয়াদের আয় ভান্ডার !
December 31, 2024
No Comments