তৃণমূল সাংসদ পদ বহিস্কারের প্রতিবাদে মৌনমিছিল করলো খড়িবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেস।

মৌনমিছিল খড়িবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেসর।
শনিবার বিকেলে খড়িবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেসর পক্ষ থেকে বি জে পি সরকার দ্বারা তৃণমূল সাংসদ গনকে, সাংসদ পদ হইতে বহিস্কারের প্রতিবাদে মৌনমিছিল করা হয় খরিবারির বিভিন্ন প্রান্তে পুনরায় মিছিলটি দলীয় কাজ্জালোয়ে এসে শেষ হয়। খড়িবাড়ি ব্লক তৃণমূল  কংগ্রেসর সিনিয়ার ভাইস প্রেসিডেন্টে জানান সমস্ত রাজ্য জুড়েই এই মৌনমিছিল হচ্ছে ,সংসদ ভবন থেকে তৃণমূল সাংসদদের  অনেতিক ভাবে বিজেপি সরকার যেভাবে বহিষ্কার করছে ,জনপ্রতিনিধির বহিষ্কার করা মানে গণতন্ত্রের আঘাত হানা ।এই দিন মিছিলে পা মীলান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ কেশরী মোহন সিংহ , খড়িবাড়ী পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ ,সদস্য মনিকা রয় সিংহ প্রদীপ মিশ্রা, খড়ি বাড়ী উপপ্রধান লাকি টিরকি ,বুরাগঞ্জ প্রধান আনিতা রায়, ব্লক মহিলা সভাপতি অনিমা ব্যানার্জী সহ নেতা কর্মী বৃন্দ।

news portal development company in india
marketmystique