
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাবের শিলান্যাস । বুধবার খড়িবাড়ি ব্লকের P W D লাইবেরী সংলগ্ন এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাবের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মদক্ষ কেশরী মোহন সিংহ ও খড়ি বাড়ী পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায সিংহ , সঙ্গে উপস্থিত ছিলেন সহ সভাপতি মহেশ চন্দ্র সিংহ পঞ্চায়েত সমিতির সদস্য মনিকা রায় সিংহ , খড়ি বাড়ি পঞ্চায়েত প্রধান পরিমল চন্দ্র সিংহ ।শুনুন কি বলছে মহকুমা পরিষদের কর্মদক্ষ