জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা।

ফের একবার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা।মঙ্গলবার প্রায় ৫টা ১০মিনিট নাগাদ খড়িবাড়ী ব্লকের অধিকারী তরাই টি ফ্যাক্টরি সংলগ্ন এলাকার সামনে পথ দূর্ঘনায় এক মহিলা মারাজায় ও ৪জন গুরুতর ভাবে আহত।স্থানীয় সূত্রে জানা যায় এক ব্যাক্তি ও তার স্ত্রী রাস্তা পারাপার করছিলো তখনি বেপরোয়া ভাপে একটি বাইক P W D দিকে আসছিলো তখনি বাইকের সাথে মহিলার ও তার স্বামীর ধাক্কার লাগে  মহিলা ও তার স্বামী রাস্তায় পরে যায় অপর দিকে বাইকটি রাস্তায় পড়ে যায় ।স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাস্থলেই মহিলা মারা যায় ও মহিলার স্বামী সহ তিনজন বাইক আরোহী গুরুতর ভাবে আহত হয় তাদের খড়িবাড়ী হাসপাতালে স্থানীয়রা নিয়ে আসে ।মৃত মহিলার নাম লতিকা দাস বয়স ২৪ সোনাপুর তিনমাইল এলাকার বাসিন্দা, চা ফ্যাক্টরীতে তার স্বামী কাজ করে।খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করে দেয়

news portal development company in india
marketmystique