শ্যামা পুজোর খুঁটি পূজো করলো পানিট্যাঙ্কির প্রগতি সংঘ।

শ্যামা পুজোর খুঁটি পূজো করলো পানিট্যাঙ্কির প্রগতি সংঘ।

শারদীয় দুর্গোৎসবের পর এবার শ্যামা পুজোর তোড়জোড় শুরু। বুধবার শ্যামা পুজোর খুঁটি পূজো করলো পানিট্যাঙ্কির প্রগতি সংঘ। । এদিন খড়িবাড়ির পানিট্যাঙ্কির গৌরসিংজোতে প্রগতি সংঘে পুরোহিতের মন্ত্রচারণ ও ঢাকের কাঠি আওয়াজে মধ্যে দিয়ে সম্পূর্ণ হলো ক্লাবের খুঁটি পুজো। এবার ৪২ তম বর্ষের শহরের সেরা পুজোর তালিকায় নিজেদের জায়গা করে নিতে প্রায় ১০লক্ষ টাকা বাজেটে এবারের থিম ১২৬ ফুট বিশিষ্ট দুবাইয়ে বুর্জ খালিফা। এবারের পুজো বিশ্বের সবচেয়ে উচ্চতা বিশিষ্ট বুর্জ খালিফা, চন্দননগরের আলোকসজ্জা ও স্থানীয় শিল্পীর হাতে প্রতিমা ভীড় উপচে পড়বে মত প্রগতি সংঘের সম্পাদক সঞ্জীব বর্মনের। পাশাপাশি ৩দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও দরিদ্র মানুষের সেবার ব্যবস্থা করা হবে।

news portal development company in india
marketmystique