বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার এসোসিয়েশনের বিদ্যুত গ্রাহক কনভেনশন

বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার এসোসিয়েশনের বিদ্যুত গ্রাহক কনভেনশন

জনবিরোধী স্মার্ট মিটার চালু, ফিক্সড ও মিনিমাম চার্জ বাড়িয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার এসোসিয়েশনের পক্ষ থেকে বৃস্পতিবার পিডাব্লিউডি কমিউনিটি হলে বিদ্যুত গ্রাহক কনভেনশন আয়োজন করা হয়।আল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সুব্রত বিশ্বাস জানান, রাজ্য সরকার এবং কেন্দ্র উভয় সরকার যে ভাবে যৌথ আক্রমণ শুরু করেছে তারই প্রতিবাদে কনভেনশন আয়োজন করা হয়েছে।

news portal development company in india
marketmystique