বিশালাকার অজগর সাপ উদ্ধার।

বিশালাকার অজগর সাপ উদ্ধার।

বিশালাকার অজগর সাপ উদ্ধার।সোমবার সকালে খড়িবাড়ী ব্লকের দাঙ্গুজোত সংলগ্ন এলাকায় একটি গাছের উপরে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখা যায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামবাসীরা হঠাৎই ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পান। এদিক ওদিক দেখার পরই গ্রামবাসীদের নজরে যা আসে, তাতে তাঁদের চোখ কপালে ওঠার উপক্রম।প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ রয়েছে একটি গাছের উপর।দ্রুত সাপের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা বিশালাকার ওই সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন।গ্রামবাসীরাই খবর দেন বন দফতরের কর্মীদের। জানা গিয়েছে, ততক্ষণে বিশালাকার সাপটিকে দেখার জন্য গাছের আশেপাশে ভিড় জমান বহু মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা ।দীর্ঘক্ষণের চেষ্টার পর অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তাঁরা।

news portal development company in india
marketmystique