দিল্লিতে বিপুল জয়ের সেলিব্রেশন নকশালবাড়িতে! বাজি ফাটিয়ে, গেরুয়া আবির মেখে ও মিষ্টিমুখের মাধ্যমে সেলিব্রেশন বিজেপি কর্মীদের। দিল্লিতে আপকে গোদিচ্যুত করে ক্ষমতায় বিজেপি। ২৭ বছর পর বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্যজুড়ে মিছিল বিজেপি কর্মীদের। এদিন নকশালবাড়িতে মিছিল করে আনন্দ উল্লাস করে বিজেপি মন্ডলের সদস্যরা। মিছিলে পা মেলান বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। পরে বিধায়ক জানান, দুর্নীতিগ্রস্ত আপ দলকে ক্ষমতা ছাড়া করেছে দিল্লিবাসী। পরের বছর বাংলাতেও বিজেপি ক্ষমতায় আসবে। এই জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে ভয় শুরু হবে মত বিধায়কের। এদিন জেলার সহ সভাপতি মনোরঞ্জন মন্ডল, মন্ডল সভাপতি মংলু রায় উপস্থিত ছিলেন।
Recent Posts
ফের মহিষ সহ গ্রেফতার ১।
March 12, 2025
No Comments
দিল্লিতে বিপুল জয়ের সেলিব্রেশন নকশালবাড়িতে!
February 8, 2025
No Comments
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই একের পর বিক্ষোভ!
February 8, 2025
No Comments
ডাক পার্সেলের গাড়িতে মহিষ পাচার।
February 8, 2025
No Comments
চাবাগানে বসবাসকারী চা শ্রমিকদের জমির আধিকারের দাবিতে স্মারকলিপি প্রদান করল ইউনাইটেড ফোরাম ফর আদিবাসী রাইটস!
February 8, 2025
No Comments