শিলিগুড়ি শিক্ষা জেলার ৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বাতাসি পিএসএ ময়দানে । এদিন প্রদীপ প্রজ্জলন ও মশাল জ্বালিয়ে ৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। পাশাপাশি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত নগেন্দ্রনাথ রায়কে সংবর্ধনা প্রদান এবং একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যমে অসাধারণ নৃত্য তুলে ধরল ছাত্রছাত্রীরা ।
আমরা পড়াশোনার পাশাপাশি স্কুল পড়ুয়াদের খেলাধুলার মাঝে রাখার চেষ্টা চালাচ্ছি । এতো সুন্দর খেলা আয়োজন করার জন্য প্রাথমিক শিক্ষকদের ধন্যবাদ জানাই এবং পড়ুয়া আগামীদিনে রাজ্য স্তরে খেলে জেলার নাম করুক এই আসা থাকবে বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। অন্যদিকে, শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের ৭ টি চক্রে যে সমস্ত পড়ুয়া প্রথম হয়েছে তাদের নিয়ে মোট ৪২ টি ইভেন্ট আয়োজিত হচ্ছে। এখানে যারা প্রথম হবে তাদের রাজ্য স্তরে পাঠানো হবে। এবার পড়ুয়া ভালো পারফরমেন্স দিচ্ছে । এবার রাজ্য স্তরে অনেক পুরস্কার পাবো বলে জানান শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায় ।
শিলিগুড়ি শিক্ষা জেলার ৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বাতাসি পিএসএ ময়দানে
- Khoribari Times
- February 8, 2025
- 11:20 am
Recent Posts
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই একের পর বিক্ষোভ!
February 8, 2025
No Comments
ডাক পার্সেলের গাড়িতে মহিষ পাচার।
February 8, 2025
No Comments
চাবাগানে বসবাসকারী চা শ্রমিকদের জমির আধিকারের দাবিতে স্মারকলিপি প্রদান করল ইউনাইটেড ফোরাম ফর আদিবাসী রাইটস!
February 8, 2025
No Comments
কর্মজীবনে ইচ্ছার বহিঃপ্রকাশ হল রবীন্দ্র মূর্তি উপস্থাপনের মধ্যে দিয়ে।
February 8, 2025
No Comments
শিলিগুড়ি শিক্ষা জেলার ৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বাতাসি পিএসএ ময়দানে
February 8, 2025
No Comments