পড়াশোনা বিঘ্নিত ঘটছে স্কুল পড়ুয়াদের !অভিযোগ তুলেইবিকেলে গ্ৰামবাসীদের নিয়ে ট্রাক্টর আটকে বিক্ষোভ

প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় ঘেঁষা গ্রামীণ সড়ক দিয়ে চলছে বালি বোঝাই ট্রাক্টর , যার জেরে পড়াশোনা বিঘ্নিত ঘটছে স্কুল পড়ুয়াদের ! এই অভিযোগ তুলেই  শুক্রবার বিকেলে গ্ৰামবাসীদের নিয়ে ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখাল শ্যামধনজোত  উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি রাজেশ মন্ডল। অভিযোগ, যেভাবে প্রতিনিয়ত বালি বোঝাই ট্রাক্টর ছুটছে,যার জেরে শ্যামধনজোতের বিভিন্ন স্কুল পড়ুয়াদের অভিবাভকরা আতঙ্কে থাকেন। আমরা চাই প্রশাসন এই রাস্তার বালি বোঝাই ট্রাক্টর চলাচল বন্ধ করুক । পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়িবাড়ি ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক এবং খড়িবাড়ি থানার পুলিশ।প্রায় ২ ঘণ্টার পর  ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক এবং পুলিশ আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভ কারীরা।  মেচি নদীর ভুলকা ঘাট থেকে বালি নিয়ে যাওয়া হচ্ছে বলে ভুমি দপ্তর সূত্রে জানা গিয়েছে।

news portal development company in india
marketmystique