অবাক করা ছবি ফর্মফিলাপ করছেন বিজেপির পঞ্চায়েত সদস্য!

অবাক করা ছবি
দুয়ারে সরকারের ক্যাম্পে! হ্যাঁ দুয়ারে সরকারের শিবিরে সাধারণ মানুষদের ফর্মফিলাপ করছেন বিজেপির পঞ্চায়েত সদস্য!  নকশালবাড়ির নন্দ প্রসাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুয়ারে সরকারের ক্যাম্পে টেবিলে বসে ফর্মফিলাপ করছেন তৃণমূল পরিচালিত নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপি পঞ্চায়েত সদস্য সাধন চক্রবর্তী। বিজেপি পঞ্চায়েত সদস্য জানান, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের প্রকল্প যা কিছু হোক না কেন জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার কর্ত্যব। মানুষ ভোটে জয়ী হয়েছি, মানুষের কাজের যে কোনো প্রকল্প পৌঁছাক তাই এই কাজ করছি। বিরোধী দলনেতা হিসেবে মানুষের পাশে আছি। অন্যদিকে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, উনি দল নিয়ে এই কাজ করছেন না, গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে এই কাজ করছেন। এই ছবি দেখে খুশি যে সবাই ওখানে গিয়ে ফর্মফিলাপ করছেন। নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ জানান বিজেপির পঞ্চায়েত সদস্যর ফর্মফিলাপে উনার শুভবুদ্ধি হয়েছে আগামী দিনে ওনার দলের শুভবুদ্ধি হোক মত সভাপতির।

news portal development company in india
marketmystique