হায়দ্রাবাদ থেকে শেখবস্তিতে পৌঁছেল শ্রমিকের মৃতদেহ

হায়দ্রাবাদ থেকে শেখবস্তিতে পৌঁছেল শ্রমিকের মৃতদেহ
দাসপাড়া: হায়দ্রাবাদে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের শেখবস্তি গ্রামের এক যুবকের। মৃত যুবকের নাম রাকেশ আলম এবং বয়স আনুমানিক ২২ বছর। মাত্র এগারো মাস আগে হায়দ্রাবাদে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন তিনি। দুর্ঘটনাবশত ১৭ তলা থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাকেশ আলম সংসারের হাল ধরতে হায়দ্রাবাদে গিয়েছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারের উপর দুর্বিপাক নেমে এসেছে।

news portal development company in india
marketmystique