মেগা কমিউনিটি টয়লেটের শিলান্যাস

মেগা কমিউনিটি টয়লেটের শিলান্যাস।বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে খড়িবাড়ী ব্লকের বিভিন্ন স্থানে কমিউনিটি টয়লেটের শিলান্যাস করলেন মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ কেশরী মোহন সিংহ। জানা গিয়েছে খড়িবাড়ী ব্লকের বিভিন্ন স্থানে মোট ১০টি কমিউনিটি টয়লেট তৈরি করা হবে জার মধ্যে ৮টি নতুন এবং ২টি রিপিয়ার করা হবে ।এই কাজের জন্য প্রায় ৪০লক্ষ টাকা ব্যায় করা হবে।কর্মদক্ষ কেশরী মোহন সিংহ জানান বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন অনুষ্ঠান বাজার ঘাট ও বিভিন্ন জায়গায় সোচকম্মে যাতে কোনোরকম মহামারী না ছড়ায় তাই বিভিন্ন স্থানে কমিউনিটি টয়লেট বসানো হচ্ছে। উপস্থিত ছিলেন খড়িবাড়ী পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষা মনিকা রায় সিংহ, খড়িবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল চন্দ্র সিংহ সহ অন্যান্যরা

news portal development company in india
marketmystique