নাইট সুপার বাসে রাতের অন্ধকারে গাঁজা পাচারের চেষ্টা, উদ্ধার ৬ কেজি গাঁজা গ্রেফতার এক ব্যক্তি।

নাইট সুপার বাসে রাতের অন্ধকারে গাঁজা পাচারের চেষ্টা, উদ্ধার ৬ কেজি গাঁজা গ্রেফতার এক ব্যক্তি




বাসে করে গাঁজা পাচারের চেষ্টা উদ্ধার ৬ কেজি গাঁজা গ্রেপ্তার এক ব্যক্তি।

এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে,কলকাতা শিলিগুড়ি গামী বাসে, উদ্ধার করা হয়েছে সেই বাস থেকে ৬কেজি গাঁজা সহ গ্রেফতার এক

নাইট সুপার বাসে করে রাতের অন্ধকারে গাঁজা পাচারের চেষ্টা, প্লাস্টিক দিয়ে বেঁধে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পরল কলকাতা শিলিগুড়ি গামী বাসে থাকা এক পাচারকারী।



গোপন সূত্রে খবরের মারফত  বিধান নগর বাস স্ট্যান্ড সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের উপর শিলিগুড়ি থেকে কলকাতা  গামী  একটি নাইট সুপার বাস থেকে উদ্ধার করা হয়েছে গাঁজা, ঘটনা সম্পর্কে জানা গেছে, নাইট সুপার বাসে করে গাজা পাচার করার চেষ্টা করা হচ্ছিল । এক গাঁজা পাচারকারী দিনহাটা থেকে কৃষ্ণনগর গাঁজা গায়ে প্লাস্টিক দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিল।  সূত্রের খবর ভিত্তিতে  পুলিশ ওই যাত্রীবাহি বাসটিকে আটক করে এবং তল্লাশি করার পরই সেই গাঁজা পাচার কারিকে গ্রেফতার করে। পুলিশ তলাশীর পর দেখা যায় পাচারকারীর গায়ে প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় রয়েছে গাজার প্যাকেটগুলি পরবর্তীতে ওজন করে দেখা যায় প্রায় ৬ কিলো গাজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। ঘৃত পাচারকারীর নাম চিরঞ্জিত কর , ওই ব্যক্তি কুচবিহারে দিনহাটার বাসিন্দা বলে জানা গেছে। আরো জানা গেছে এই ভাবেই গাঁজা পাচার করে সে। ধৃত ব্যক্তিকে মঙ্গলবার শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয়।

news portal development company in india
marketmystique