শৌচকর্মে গিয়ে হাতির হানায় জখম!

সাত সকালে শৌচকর্মে গিয়ে হাতির হানায় জখম হল এক ব্যক্তির।খড়িবাড়ির বিন্নাবাড়ি বাঞ্ছাভিটা এলাকার ঘটনা। আহত ব্যক্তির নাম খাড়া হাসদা (৫৫)। জানা গিয়েছে, এদিন সকালে আনারস বাগানে শৌচকর্মে যান খাড়া হাসদা।শৌচকর্মে গিয়ে দেখতে না পেয়ে বুনো হাতির হানায় জখম হয় ব্যক্তির।কিছুক্ষণ পর খাড়া হাসদার ছেলে শৌচকর্মে গিয়ে দেখে মাটিতে লুটিয়ে পড়ে আছে তার বাবা।পরে আহত খাড়া হাসদাকে উদ্ধার করে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে শারীরিক অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।পরে ঘটনার খবর পেয়ে আহত পরিবারের সঙ্গে দেখা করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ।

news portal development company in india
marketmystique