অপরাজিতা’ বিল  নিয়ে রাস্তায় নামলো তৃণমূল।

অপরাজিতা’ বিল  নিয়ে রাস্তায় নামলো তৃণমূল।শনিবার বিকেলে অপরাজিতা বিল আইনে পরিণত করার দাবিতে মিছিল করলো খড়িবাড়ী ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস।এইদিন সারা রাজ্যের পাশাপাশি খড়িবাড়িতেও মিছিল করলো খড়িবাড়ী তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ও সমর্থকরা।মিছিলটি খড়িবাড়ীর বিভিন্ন প্রান্তে পদক্ষিণ করে নিজ কার্যালয়ে এসে শেষ হয়।প্রসঙ্গত আরজি কর কাণ্ডের পর ‘অপরাজিতা’ বিল পাশ হয় বিধানসভায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস তা পাঠিয়ে দিয়েছেন দিল্লিতে। কিন্তু, ওই বিল এখনও আইনে কার্যকর করা হয়নি। উপস্থিত ছিলেন খড়িবাড়ী ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস কনভেনর মনিকা রায় সিংহ ,খড়িবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কেশরী মোহন সিংহ, রত্না রায় সিংহ সহ একাধিক কর্মকর্তা।

news portal development company in india
marketmystique