দেশের গোপন তথ্য ফাঁস করতেই কি ঘরে আস্তানা!



দেশের গোপন তথ্য ফাঁস করতেই কি ঘরে আস্তানা! হ্যাঁ ঘরে ঢুকেই চমকে গেল গোয়েন্দা ও পুলিশ! ক্রেতা সেজে পাকরাও করা হল ধৃতকে। রেডিও একটিভ সরঞ্জাম ও ডিআরডিওর নথিপত্র রয়েছে ধৃতের কাছে গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ির বেলগাছিতে হানা সেনাবাহিনীর গোয়েন্দা দফতর ও দার্জিলিং পুলিশের পানিঘাটা ফাঁড়ির! ঘটনায় গ্রেফতার ফ্রান্সিস এক্কা, ধৃত বনদফতরের কর্মী! ধৃতের কাছে ডিআরডিও ম্যাপ সহ একাধিক নথিপত্র ও রেডিও একটিভ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে আজ মিরিক মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃত পানিঘাটা বনদফতরের কর্মী হিসেবে কাজ করত। দার্জিলিং জেলা পুলিশের পুলিশ সুপার প্রবীন প্রকাশ টেলিফোনে জানান, রেডিও একটিভ সরঞ্জাম বিক্রির ছক ছিল ধৃতের। তার খবর পেয়ে হানা দিয়ে জাল রেডিও একটিভ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরো কারা জড়িত তার তদন্ত শুরু করা হয়েছে। এনডিআর‌এফের সদস্যও অভিযানে উপস্থিত ছিলেন। কিভাবে এই সরঞ্জাম ও নথিপত্র এল? কাকে বিক্রির ছক ছিল? তার তদন্ত শুরু করেছে পুলিশ।

news portal development company in india
marketmystique