পথশ্রী রাস্তার পূর্ণ কাজ না করায় জেলাশাসক চিঠি দিল স্থানীয় বাসিন্দারা।

খড়িবাড়ির বাংলা-বিহার সীমান্ত লাগোয়া ডাঙ্গুজোত গ্রামে ১৫ বছর পর পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ শুরু হয়েছে! অভিযোগ পথশ্রী রাস্তার পূর্ণ কাজ না করায় জেলাশাসক চিঠি দিল স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে ৫০ লক্ষ ৭৯ হাজার টাকার বরাদ্দে ১৩০০ মিটার রাস্তা ও কালভার্টের কাজ শুরু হয়েছে। চলতি বছরে মার্চ মাসে কাজটি শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি। তবে স্থানীয়দের অভিযোগ রাস্তাটি ১২০০ মিটার কাজ করে উধাও হয়ে গেছে ঠিকাদার সংস্থা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজের সিডিউল অনুযায়ী দেবিগঞ্জ পিডাব্লুডি মোড় থেকে ডাঙ্গুজোত বিওপি পর্যন্ত ১৩০০ মিটার রাস্তা নির্মাণের কথা ছিল। তবে এলাকার ১০০ মিটার রাস্তার কাজ না করে উধাও ঠিকাদারী সংস্থা। এনিয়ে খড়িবাড়ি বিডিওকে জানালে। তিনি ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলেন। ইঞ্জিনিয়ার এসে শুধু ছবি তুলে গেছেন। কাজ এখনও শুরু হচ্ছে না। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, রাস্তার কাজ অর্ধঃসমাপ্ত হয় না। জিও ট্যাগ অনুযায়ী রাস্তার কাজ হয়। ১২০০ মিটার রাস্তার কাজ হলে এজেন্সির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। যদিও কাজটি এখনও সম্পন্ন হয়নি। সঠিকভাবে কাজ না হলে এজেন্সিকে কোনও বিল দেওয়া হবে না মত সভাধিপতির। 

news portal development company in india
marketmystique