৪ টি সংসদের মানুষের যাতায়াতের সুবিধার্থে ৬ লক্ষ টাকার রাস্তার শিল্যানাস করলো পঞ্চায়েত সদস্য !

৪ টি সংসদের মানুষের যাতায়াতের সুবিধার্থে ৬ লক্ষ টাকার রাস্তার শিল্যানাস করলো পঞ্চায়েত সদস্য ! এদিন খড়িবাড়ির রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত দুলালজোত সংসদে ৩২৭ নং জাতীয় সড়কের সংযোগস্থল দুধগেট মোড় থেকে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে ৪ মিটার চত্তড়া ও ৮০ মিটার লম্বা পাকার রাস্তার শিল্যানাস করলেন দুলালজোতের পঞ্চায়েত সদস্য জীবন নিরলা । সাথে উপস্থিত ছিলেন খড়িবাড়ির ব্লক আইএনটিটিউসির সভাপতি হান্দ্রু ওঁরাও, সমাজসেবী অসিত সিংহ , যুবরাজ ছেত্রী সহ অন্যান্যরা। রাস্তাটি জরাজীর্ণ থাকায় ৪টি সংসদের মানুষের যাতায়াতের অসুবিধা হত ,আজ রাস্তাটি শিল্যানাস করলাম । আগামীকাল থেকে কাজ শুরু হবে বলে জানান পঞ্চায়েত সদস্য জীবন নিরলা। প্রসঙ্গত ,দুধগেট মোড় থেকে এই রাস্তা ধরে গন্ডগোলজোত, বাজারুজোত, দিলসারাম ও আন্ধারুজোত সংসদের বহু মানুষের যাতায়াত , তবে রাস্তাটি অবস্থা জরাজীর্ণ থাকায় অসুবিধার মধ্যেই যাতায়াত করত হত । এদিন রাস্তার শিল্যানাস হয়ে খুশি স্থানীয়রা।

news portal development company in india
marketmystique