বেহাল জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনা



বেহাল জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনা।ঘটনাটি ঘটেছে বাতাসীর্ দূর্গা মন্দির সংলগ্ন এলাকায়।জানা গেছে সোমবার রাতে একটি স্কুটি বাতাসী থেকে খড়িবাড়ীর দিকে আসছিল ওপর দিকে একটি টোটো গাড়ি বাতাসি গ্রামী ছিল দূর্গা মন্দির সংলগ্ন এলাকার সামনে বেহাল জাতীয় সড়কে খানা খন্দ বাঁচিয়ে এগোতে গেলেই নিয়ন্ত্রন হারিয়ে উভয় গাড়ির মধ্যে সংঘর্ষ বাধে বলে জানা যায় । বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসে।ঘটনায় বাইক আরোহী ও চালক আহত হয় ,স্থানীয়রা তোরিগরিতে তাদের বাতাসী হাসপাতালে নিয়ে যায়।  খবর পেয়ে খড়িবাড়ী থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় ঘটনা খতিয়ে দেখে।টোটো চালক জানান রাস্তা খারাপের জন্যই এই এক্সিডেন্ট ,বহুদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে জাতীয় সড়কটি, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলছে।

news portal development company in india
marketmystique