৪৫ গরু সহ গ্রেফতার ২ পাচারকারী।

৪৫ গরু সহ গ্রেফতার ২ পাচারকারী। বিহার সীমান্তের চক্করমারিতে নাকা তল্লাশিতে আটক গরুবোঝাই লরি। বিহার থেকে বাংলায় গরু পাচারের আগে গ্রেফতার ২ পাচারকারী। গতকাল গভীর রাতে চক্করমারির এলাকায় পুলিশের নাকা তল্লাশি করার সময় সন্দেহভাজন দুটি লরীকে আটক করলে লড়ি দুটি পালিয়ে যায় পরে পুলিশ ধাওয়া করে বাতাসী সংলগ্ন এলাকায় দুটি লরিকে আটক করে এবং লরির ভেতর তল্লাশি করতেই উদ্ধার হয় ৪৫টি গরু। গাড়ির চালকের কাছে গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে গাড়ির চালক সহ আরো এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর ধৃত এমডি ইউনিস বয়স(৪২)  এমডি তাইমুর বয়স (৩৮) দুজনেই বিহারের কাঠিহারের বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। বিহার থেকে গরু চুরি করে লরিতে পাচারের ছক ছিল কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।

news portal development company in india
marketmystique