হাতির হানায় মৃত্যু পরিবারের সাথে দেখা করলেন মেয়র গৌতম দেব

কাজ সেরে বাড়ি ফিরতে গিয়ে হাতির হানায় মৃত্যু নকশালবাড়ির মৌরি জোতের ২ ভাইয়ের বাড়িতে এলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। গতকাল বাগডোগরার কেস্টপুর সংলগ্ন জাতীয় সড়কে হাতির হানায় ২ ভাইয়ের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষকে নিয়ে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন তিনি। পরে গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে যাওয়ার কথা বলেছেন। একজনের তিনজন মেয়ে অপরজনের ছেলে কলেজে পড়াশোনা ছেড়েছে। এই পরিবারের পাশে আছি আমরা। সরকার থেকে  সবরকম সহযোগিতা করা হবে। পরিবারের অবস্থা মুখ্যমন্ত্রীকে জানাব বলে তিনি জানান। বাগডোগরার কেস্টপুর সংলগ্ন জাতীয় সড়কের হয়ে ঘরে ফেরার পথেই এই মর্মান্তিক মৃত্যু হয় দুই ভাইয়ের। গোটা ঘটনায় শোকাহত গোটা এলাকা।

news portal development company in india
marketmystique