কলস যাত্রার মধ্য দিয়ে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রাসমেলা নকশালবাড়িতে

কলস যাত্রার মধ্য দিয়ে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রাসমেলা নকশালবাড়ির শান্তিনগর রাসমেলা যুব সংঘ কমিটির রাসের শুভারম্ভ হল শুক্রবার। ৩১তম এই রাস মেলা আগামী ৩রা ডিসেম্বর পর্যন্ত চলবে। কোচবিহারের রাসের পর এই রাসমেলায় ১৩১টি প্রতিমার সঙ্গে থাকবে বাউল গান, মনসা মঙ্গল যাত্রাপালা। আট থেকে আশি সকলেই উপভোগ করতে মেলায় বসেছে মিনি বাজার। এদিন শান্তিনগর থেকে কলসযাত্রা শুরু হয়ে নকশালবাড়ি রথখোলা হয়ে খেমচি নদীতে পৌঁছায়। কলসযাত্রায় রাধাকৃষ্ণ বেসে সেজে মহিলারা জল ভরেন। উদ্যোক্তাদের দাবি এই মেলা গতবছরের তুলনায় দর্শনার্থীদের ভিড় বাড়বে।

news portal development company in india
marketmystique