শিশু দিবস উৎযাপন খড়িবাড়ীতে। বৃহস্পতিবার ব্লক লেভেল চাইল্ড প্রটেকশন কমিটি ও সামাজিক সংস্থা সিনীর যৌথ উদ্যোগে খড়িবাড়ী ব্লকের বিভিন্ন এলাকায় পালিত হলো শিশু দিবস।শিশুদের অধিকার, শিক্ষা এবং কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়াতে ভারতে শিশু দিবস পালিত হয়। এটি প্রতি বছর 14 নভেম্বর পালিত হয়।এই দিন খড়িবাড়ী ব্লকের বিভিন্ন এলাকার পাশাপাশি নক্সালবাড়ী রেলবে ষ্টেশনে সহ ইন্দো নেপাল সীমান্তের ssb নেপাল পুলিশ সকলের সাথে শিশুদের অধিকার শিক্ষা এবং কল্যাণ সম্পর্কে সচেতন করা হয়।সিনির ডিস্টিক কো-অডিনেটার মহেন্দ্র গুপ্তা জানান শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে বিভিন্ন দপ্তরে ভিজিট করা হয়েছে। সেই সমস্ত দপ্তরের বিভিন্ন কাজের বিষয় শিশুদের মধ্যে সচেতন করার লক্ষে। উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ্তি সাউ,খড়িবাড়ী পুলিশ স্টেশন CWPO আনিউল হাগ, সিনি সদস্য রাকেশ রাজ্জাক, ব্লক এনিমেটর তারক গোস্বামি সহ অন্যান্যরা
Recent Posts
ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জলপাইমোড় ট্রাফিক পুলিশের
July 19, 2025
No Comments
ইন্দো-নেপাল সীমান্তে বাংলাদেশী নাগরিক আটক! উদ্ধার জাল পরিচয়পত্র।
July 18, 2025
No Comments
শিলিগুড়িতে হাইড্রেনের উপর অবৈধ নির্মাণ ভাঙল পুর নিগম, উত্তেজনা, আটক ১
July 18, 2025
No Comments
নেশামুক্ত করতে জিরো টলারেন্স নীতি দার্জিলিং জেলা পুলিশের।
July 18, 2025
No Comments