ছট পুজোর ফাঁকে ঘরের ভেতর থেকে দুঃসাহসিক চুরি

ছট পুজোর ফাঁকে ঘরের ভেতর থেকে দুঃসাহসিক চুরি।ঘটনাটি খড়িবাড়ির অধিকারীর।পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার সকালে ছট পুজোর উদ্দ্যেশে নদীর ঘাটে সপরিবারে যান। পুজো শেষে বাড়ী ফিরে দেখেন ঘরের তালা ভাঙ্গা ,ঘরে প্রবেশ করে দেখেন সমস্ত জিনিস পত্র উলটপালট করা আলমারির দরজা ভাঙ্গা সোনা রুপোর অলংকার সহ টাকা নেই।আনুমানিক প্রায় ৭০হাজার টাকা, মোবাইল ফোন ও বেশ কিছু সোনা ও রুপোর অলংকার নিয়ে চোর চম্পট দিয়েছে।পর্মিলা দেবী সা জানান পুজো শেষে বাড়ী ফিরে দেখি ঘরের তালা ভেঙে চোর সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে।এলাকায় ড্রাগসের উপদ্রব অধ্যাধিক মাত্রায় বেড়ে গেছে আমাদের অনুমান এই ড্রাগস সেবন কারীরাই চুরি করছে ,পুলিশ অতিদূত তাদের ধরুক। প্রসঙ্গত সোনাচান্দি বাগান এলাকায় পর পর বেশ কয়েকটি চুরি হয়েছে দুটির অভিযোগ দায়ের হয়েছে। ব্লক জুড়ে এহেনো চুরির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠাচ্ছে এলাকাবাসীরা।তবে কি চুরির পেছনে ড্রাগস সেবনকারীরা নাকি অন্য কিছু।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ।  অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

news portal development company in india
marketmystique