ত্রিপাল ঢেকে পিক‌আপ ভ্যানে সুপারি পাচার!

ত্রিপাল ঢেকে পিক‌আপ ভ্যানে সুপারি পাচার! পুলিশের নাকা তল্লাশিতে ২৭৫ কেজি সুপারি সহ গ্রেফতার এক। ঘটনায় একটি পিকআপ ভ্যানকে বাজেয়াপ্ত করেছে নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, নকশালবাড়ির সাতভাইয়া এশিয়ান হাইওয়ে সড়কে ভ্যান ডিউটি করার সময় পিক‌আপকে আটক করে তল্লাশি চালিয়ে ত্রিপাল মোড়ানো ৫ বস্তা সুপারি উদ্ধার করা হয়। গাড়ি ও সুপারির বৈধ নথিপত্র দেখাতে না পারায় গাড়ি চালক মহম্মদ সফিউল আলমকে গ্রেফতার করে পুলিশ। ধৃত জলপাইগুড়ির জুরাপানির বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। উদ্ধার ২৭৫ কেজি সুপারির বাজারমূল্য লক্ষাধিক টাকা।

news portal development company in india
marketmystique