পাচারের আগেই ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ২।

পাচারের আগেই ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ২। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ঘোষ পুকুর এলাকায়। কলকাতা শিলিগুড়ি ৩১ নাম্বার জাতীয় সড়কের মাদাতি টোল গেটের সামনে।বেসরকারি যাত্রীবাহী বাস আটক করে তল্লাশি চালাতে দুই যুবকের কাছে প্রায় ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ।জানা যায় কিশানগঞ্জ থেকে শিলিগুড়িতে পাচারের ছক কষে ছিল। ধৃতরা মোহাম্মদ সায়েদ(35) ও মোঃ রহিম(27)।বিহারের কিশানগঞ্জ জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা তোলা হয়েছে।এই মাদক পাচারের পিছনে আর কারা কারা জড়িত রয়েছে। তাদের খোঁজো তল্লাশি শুরু করেছে পুলিশ।

news portal development company in india
marketmystique