উত্তপ্ত পরিস্থিতির পর এবার ডুমুরিয়া ছটঘাট পরিদর্শন করলেন খড়িবাড়ী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক

ছটঘাট পরিদর্শনে করলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক।ছট ঘাটের রাস্তা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় খড়িবাড়ী ডুমুরিয়া নদীর ঘাট।শনিবার মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ কিশোরী মোহন সিংহ পরিদর্শনে আসেন উভয়ের সাথে আলোচনা করেন। পড়ে ছটব্রতিদের ও নির্মনকারীদের মধ্যে বিবাদ ও হাতাহাতিতে পৌঁছালে উতপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনায় পুলিশকে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হয় ।অবশেষে আর্থমুভার দিয়ে ছট ঘাটের রাস্তা তৈরি করে দেওয়া হয়। সোমবার খরিবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ্তি সাউ পরিদর্শন করলেন।এই দিন আধিকারিক দীপ্তি সাউ পুরো ছটঘাট ঘুরে ঘুরে পরিদর্শন করলেন পাশাপাশি ছট কমিটির সদস্যদের সাথে কথা বলেন । খরিবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ্তি সাউ জানান রাস্তা নিয়ে সমস্যা ছিলো সেটি করে নেওয়া হয়েছে।বাঁধের ওপর এমনি ঘর করা যায়না যদি বেআইনি থাকে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ উপস্থিত ছিল ছটঘাটে

news portal development company in india
marketmystique